ক্যান্সার আক্রান্ত মায়ের জন্য টেলর সুইফটের গান News News Desk প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯ বিনোদন ডেস্ক : মায়ের জন্য গান করলেন খ্যাতিমান কণ্ঠ শিল্পী টেলর সুইফট। প্রায় ১১ বছর পর মাকে উৎসর্গ করে এই শিল্পী প্রকাশ করেছেন ‘সুন ইউ উইল গেট বেটার’ শিরোনামের একটি নতুন গান। টেলর সুইফটের মা ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলেছেন। জীবন ঘনিষ্ঠ এই গানে টেইলর সুইফট তার মায়ের চিকিৎসার সময়ে কাটানো দিনগুেলোর কথা তুলে ধরেছেন। অনেকদিন থেকেই এই কঠিন রোগে আক্রান্ত তার মা। ২৯ বছর বয়সী এই গায়িকার গানের প্রতিটা লাইন অনুপ্রেরণা হয়েছে সকল ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য। গানটি নিয়ে টেইলর সুইফট বলেন, ‘আমার কাছে সবথেকে কঠিন ছিলো এই গানটি লেখা। আমার পরিবারের ছবি উঠে এসেছে গানটিতে। এটা এমন একটা কাজ যেটার জন্য আমি গর্ব করি।’ টেইলর সুইফট আরও বলেন, ‘আমি শিখেছি কিভাবে এই কঠিন পরিস্থিতির সাথে লড়াই করতে হয়। আমার বাবা মা দুজনেই এই রোগের শিকার। আর আমার মা আবারও এই যুদ্ধ শুরু করেছেন।’ উল্লেখ্য, এগারো বছর আগে ‘দ্য বেস্ট ডে’ রিলিজের সময়ে তার মা’কে টেইলর এই গানটি উৎসর্গ করেছিলেন। ওইটা ছিলো মাকে উৎসর্গ করা টেইলরের প্রথম গান। Related posts:ত্রিভুজ প্রেমের গল্পে তৌসিফ-জোভানআ.লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটিতে নূর-তারানাসহ একঝাঁক তারকাপ্রেমিককে সামনে আনার কারণ জানালেন মাহি Post Views: ২৪৯ SHARES বিনোদন বিষয়: