ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে নৌকার মাঝি তাপসের পক্ষে যুব মহিলা লীগের ব্যাপক গণসংযোগ

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে ব্যাপক নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটি।

২১ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গুলিস্তান রাইসা বাজার এলাকায় ওই গণসংযোগ চালানো হয়। এতে নেতৃত্বে দেন যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।

ওইসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী।ওইসময় ভোটারদের কাছে তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় আসন্ন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে নৌকা মার্কায় ব্যারিষ্টার ফজলে নূর তাপসকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের প্রতি অনুরোধ জানান।

এসময় যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।