শেরপুরে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ স্কুলজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে শেরপুরের ২৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
শেরপুর সদর উপজেলার গাজীরখামার উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৬২৪ জন শিক্ষার্থী ভোট দেয়। প্রার্থী মনোনয়ন, নির্বাচন পরিচালনা, ভোট গ্রহণ ও ফল ঘোষণার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে শিক্ষার্থীরা।


গাজীরখামার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এ কে এম গোলাম সানোয়ার বলেন, এ নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনাবোধ জাগ্রত করবে। তারা ভবিষ্যতে সৎ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে শেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে দেখা গেছে, ভোট দিতে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছে। সকাল ৯টায় শুরু হওয়া নির্বাচন চলে বেলা দুইটা পর্যন্ত। তারপর গণনা শেষে জানিয়ে দেওয়া হয় ফলাফল। গাজিরখামার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন বলে, আব্বু-আম্মুকে ভোট দিতে দেখেছি, কিন্তু আমরা ভোট দিতে পারি না। এবার আমরাও ভোট দিলাম।
শেরপুর জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোকছেদুর রহমান বলেন, এ জেলার ১৮০টি উচ্চ বিদ্যালয় এবং ৭৯টি মাদ্রাসায় শান্তিপূর্ণভাবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ কারণে নির্বাচনী এলাকায় সাজ, সাজ আমেজ বিরাজ করে।