ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে পুলিশ সুপার কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে নগরের সার্কিট হাউজ মাঠে বেলুন উড়িয়ে লিগের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ।

আয়োজকরা জানান, তিন বছর বন্ধ থাকার পর অবশেষে এ লিগ শুরু হল। এতে অংশ নিয়েছে ১৩টি দল।

এদিকে নানা জটিলতা কাটিয়ে প্রত্যাশিত এ প্রিমিয়ার লিগ শুরু হওয়ায় স্থানীয় ক্রিকেটার ও সংগঠকদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।