শেরপুরে পিকনিকের বাসচাপায় প্রাণ গেল দুইজনের ॥ বিক্ষুব্ধ জনতার বাসে আগুন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পিকনিকের বাসের চাপায় ভ্যানের চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় শেরপুর-জামালপুর সড়কের কুসুমহাটি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা ঘাতক বাসে (ঢাকা মেট্রো ব-১৫-৩০১৫) আগুন ধরিয়ে দেয়। নিহতরা হলেন- ভ্যান চালক আব্দুল হালিম (৪৫), ভ্যানযাত্রী আবুল কাশেম (৪০)। তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার ছয়ঘড়িপাড়া এলাকায়। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শেরপুরের গজনি অবকাশ থেকে পিকনিকের বাস জামালপুর ফেরার পথে সদর উপজেলার কুসুমহাটি এলাকায় একটি ভ্যান গাড়িকে সামনে থেকে চাপা দেয়। এ সময় ভ্যানের চালক আব্দুল হালিম ও ভ্যানযাত্রী আবুল কাশেম ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর পরই উত্তেজিত জনতা পিকনিক থেকে ফেরা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেরপুরের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবুল বাশার জানিয়েছেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন। Related posts:বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ‘মধুটিলা ইকোপার্ক’ সবার জন্য উন্মুক্তনালিতাবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃৃত্যুনালিতাবাড়ীতে চেল্লাখালী নদীর মিনি স্টীল ব্রিজ ভেঙে চলাচলে দুর্ভোগ Post Views: ২৭৯ SHARES শেরপুর বিষয়: