আনন্দ মোহন কলেজে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট শুরু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০ ময়মনসিংহ প্রতিনিধি : মুজিব বর্ষ উপলক্ষে ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দ মোহন কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। তিনি বলেন, আজকে যারা শিক্ষার্থী বা নতুন প্রজন্ম তারা আগামী দিনে দেশ গড়ার নেতৃত্ব দেবে। তাদের দ্বারাই আমাদের অপূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়িত হবে। সেই লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। মেয়র টিটু আরও বলেন, একজন মানুষের পক্ষে শুধু উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমেই পরিপূর্ণতা লাভ সম্ভব নয়। একজন পরিপূর্ণ মানুষ হতে হলে তাকে অবশ্যই উচ্চশিক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ, দেশপ্রেম, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ-ভালোবাসা দিতে হবে। সকল গুণাবলী নিজের ভেতরে ধারণ করতে হবে। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর নুরুল আফসার ও শিক্ষক পরিষদ সম্পাদক মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, টুর্নামেন্টের আহ্বায়ক প্রফেসর মো. আব্দুল হামিদ। এ সময় কলেজের ২০টি বিভাগের দলীয় খেলোয়াড়, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উদ্বোধনী খেলায় ভূগোল ও পরিবেশবিদ্যার বিপক্ষে মাঠে নামে মার্কেটিং বিভাগের দল। Related posts:মাদারগঞ্জে গাঁজাসহ আটক ২ময়মনসিংহে নেতাকর্মীদের নিয়ে রাস্তা সংস্কার করলেন ঢাবি ছাত্রলীগ সভাপতিযশোরে পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু Post Views: ১৮৫ SHARES সারা বাংলা বিষয়: