করোনার প্রভাবে ৩৫ টাকার পিয়াজ ৮০ টাকা!

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে। করোনা সতর্কতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেয়া হয়েছে। করোনা সতর্কতায় রাজধানীবাসী ধীরে ধীরে নগর ছাড়ছেন।

এদিকে, গাজীপুরের শ্রীপুরে করোনা আতঙ্কে হঠাৎ কাঁচা বাজারে দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি। সেখানে পিয়াজ মান ভেদে কেজিতে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।

শুক্রবার সকাল থেকেই উপজেলার মাওনা চৌরাস্তার বাজারে দেখা যায় এ দৃশ্য। 

এদিন, উপজেলার সবচেয়ে বড় পাইকারি আড়ত শ্রীপুরের মাওনা চৌরাস্তায় পিয়াজ মান ভেদে কেজিতে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। যদিও দুই দিন আগে এই বাজারে পিয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। নতুন রসুন ৮০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। প্রতি কেজিতে চালের দাম বেড়েছে ৫-১০ টাকা। এছাড়াও বেড়েছে সকল ধরনের সবজি ও মশলাজাতীয় পণ্যের দাম।

এ বিষয়ে গণমাধ্যমকে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, বিভিন্ন জায়গা থেকে দাম বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। এ প্রেক্ষিতেই তিনি বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় বাজারগুলো কঠোরভাবে নজরদারি করা হবে।

তিনি আরও জানান, এ মুহূর্তে দেশে কোনো ধরনের পণ্যের সংকট নেই। তাই দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় গাজীপুরের স্থানীয় বাজারগুলোতে কেনাকাটা হয় বেশি। বিশেষ করে শিল্প কারখানার শ্রমিকরা সপ্তাহের বাজার করে নেন এই ছুটির দিনে।