করোনা ভাইরাস প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের সচেতনতামূলক হাত ধোঁয়া কর্মসূচি

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

রাজাদুল ইসলাম বাবু ॥ সারা বিশ্বের আতঙ্ক করোনা ভাইরাস বাংলাদেশসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এ রোগ বাংলাদেশের জেলা, উপজেলা, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে না ছড়ায় এবং করোনা ভাইরাস প্রতিরোধে এজন্য শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে হাত ধোঁয়া কর্মসূচি গ্রহণ করেছে।
“করোনা নিয়ে আতঙ্ক নয়, নিজে সচেতন থাকি, অন্যকে সচেতন করি” এ প্রতিপাদ্যকে নিয়ে ২২ মার্চ রোববার শেরপুর জেলা প্রশাসন আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) গেইটে করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে বার বার হাত ধোঁয়া সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন। এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ মিজানুর রহমানসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরে পথচারীসহ সাধারণ মানুষকে সচেতন করতে এনডিসি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার (থানা মোড়) সহ বিভিন্নস্থানে বেসিনযুক্ত হাত ধোঁয়ার ড্রাম স্থাপন করা হয়।