পৌর এলাকার পাঁচশতাধিক কর্মহীন পরিবারের পাশে দাঁড়ালো শ্রমিক নেতা আরিফ রেজা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত দুর্যোগ পরিস্থিতিতে পৌর এলাকার বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি-সম্পাদকের মাধ্যমে, জেলা পূজা উদযাপন পরিষদের মাধ্যমে ও স্বেচ্ছাসেবী সংগঠন ডিভাইন হেল্পারস অফ বাংলাদেশ শেরপুর জেলা শাখার সদস্যসহ পৌর এলাকার পাঁচশতাধিক কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ব্যক্তিগত তরফ থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও মাস্ক তুলে দিয়েছেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা। ১০ এপ্রিল শুক্রবার পৌর এলাকার বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি-সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানুর প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠন ডিভাইন হেল্পারস অফ বাংলাদেশ শেরপুর জেলা শাখার সদস্যদের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, মাস্ক তুলে দিয়েছেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা। খাদ্য সামগ্রী বিতরণ কালে আরিফ রেজা বলেন, করোনা ভাইরাসজনিত দুর্যোগ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া এসব অসহায় মানুষের পাশে আমি সব সময় আছি। তিনি পৌরবাসীকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন এবং প্রয়োজন ছাড়া বাহিরে না আসার অনুরোধ জানান। পাশাপাশি সবাইকে নিজ ঘরে অবস্থান করে নিজেকে, পরিবারকে ও দেশকে সুস্থ্য রাখার অনুরোধ করেন। তিনি বলেন, আমরা অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি। করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে খেটে খাওয়া মুসলিম ভাইয়েরাও যেমন কর্মহীন হয়ে পড়েছে তেমনি হিন্দু সম্প্রদায়ের মানুষরাও কর্মহীন হয়ে পড়েছে তাই সাধ্যমত এসব অসহায় মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করছি। খাদ্য বিতরণ কালে জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ ফারুক আহমেদ, সহ- সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক মোঃ নবী হোসেন বিল্লাল ও বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ ফখরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। Related posts:প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজজেএসসি-জেডিসি পরীক্ষায় যে ১০ নির্দেশনাভিন্ন এক স্বাধীনতা দিবস Post Views: ৩০০ SHARES জাতীয় বিষয়: