করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঝিনাইগাতীর বিষ্ণপুর গ্রামে জীবানুনাশক স্প্রে

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিষ্ণপুর গ্রামের চরনতলা খুরম বাজারে জীবানুনাশক স্প্রে করা হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার দুপুরে কাংশা ইউনিয়নের নিকাহ রেজিষ্টার ও বিশিষ্ট সমাজসেবক বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ এর ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি খোন্দকার আতিকুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে বাজারের আশ পাশের সড়কের গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন দোকান পাট, বাড়ী ঘরে, চরনতলা মন্দিরে ও অটোরিক্সাসহ ছোট খাটো যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হয়। এসময় স্প্রে ছিটানো কাজে অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম, আমির আলী মানিক ওই এলাকার ওয়ার্ড মেম্বার মুছলেম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবু সালেহসহ আরো অনেকেই। এসময় খোন্দকার আতিকুর রহমান জানান, জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে বিষ্ণপুর চরনতলা খুরম বাজার ও জন গুরুত্বপূর্ণ স্থানকে জীবাণুমুক্ত করা হচ্ছে। সেই সাথে সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় জনগনকে সচেতন থাকা সহ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে আহবান জানানো হয়েছে।