ঝিনাইগাতীতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামী গ্রেফতার

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতীতে পারিবারিক কলহের জের ধরে সেলিনা খাতুন (৪২) নামে এক ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে খুন করেছে পাষণ্ড স্বামী আলী বাতাসা (৪৫)। ২২ এপ্রিল বুধবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকায় ওই ঘটনা ঘটে। ওইসময় আহত হয়েছে তাদের এক মেয়ে। ঘটনার পর খবর পেয়ে স্বামী বাতাসাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় বৃহস্পতিবার নিহতের ছেলে সেলিম মিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। একইদিন বিকেলে গ্রেফতারকৃত আলী বাতাসাকে ৫ দিনের পুলিশ রিমাণ্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামুন ১০ মে রিমাণ্ডের বিষয়ে শুনানীর জন্য তারিখ ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ দারিয়ারপাড় গ্রামের আলী বাতাসার স্ত্রী সেলিনা খাতুনের সাথে বুধবার রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর সেলিনা খাতুন ঘুমিয়ে পড়লে স্বামী বাতাসা দা দিয়ে সেলিনার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে রাতেই খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ লাশ উদ্ধার করে ও ঘাতক স্বামী আলী বাতাসাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার এসআই ওয়াহিদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতার করে আদালদে সোপর্দ করা হয়েছে।