নালিতাবাড়ীতে গৃহবধূ খুন ॥ স্বামীসহ আটক ৩

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে নাছিমা বেগম (২২) নামে এক গৃহবধূ পারিবারিক কলহের জের ধরে খুন হয়েছেন। ২২ এপ্রিল বুধবার রাতে উপজেলার নামাছিটপাড়া এলাকার ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় গৃহবধূর স্বামী বুলবুল মিয়া (৪৫) ও তার ২ বড়বোন নূরজাহান বেগম ও দুলালী বেগমকে আটক করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় খুন হয়েছেন ওই গৃহবধূ। ওই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার নামাছিটপাড়া এলাকার জিন্নত আলীর পোষ্য পুত্র বুলবুল ও তার ৩ কন্যার সাথে নাছিমা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা নাছিমাকে শারীরিক নির্যাতন চালালে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক নাছিমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে তাকে ময়মনসিংহ নেওয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় নাছিমা স্বামী ও ২ ননাদকে আটক করা হয়েছে। নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় যৌতুকের দাবিতে নির্যাতনে হত্যার অভিযোগে মামলা রুজুর প্রস্তুতি চলছে।