আদালত চালুর সিদ্ধান্ত ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

অনলাইন ডেস্ক : সীমিত পরিসরে আদালত খোলার সিদ্ধান্ত আগামী সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার (২৬ এপ্রিল) ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হব।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি সাধারণ ছুটির সঙ্গে মিল করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ৫ মে পর্যন্ত দেশের সব আদালত ছুটি ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে প্রত্যেক জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ আদালতকে সুবিধামতো প্রতি সপ্তাহের যে কোনো দুই দিন কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরি জামিন শুনানির নির্দেশ দিয়ে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন প্রজ্ঞাপন জারি করে।