শেরপুরে ব্রীজ ও বালু মহাল ইজারা জেরধরে এক যুবককে পিটিয়ে আহত ॥ গাড়ী ভাংচুর

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

আছাদুজ্জামান মোরাদ ॥ শেরপুর জেলার সদর উপজেলার শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র বীজ ও বালু মহাল ইজারা বিরোধের জেরধরে ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিপক্ষ মোঃ আকবর আলী গংদের সন্ত্রাসী হামলায় মোঃ নুরুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এসময় তার ব্যবহৃত (ঢাকা-মেট্রো-গ-১৫-৭৭৮২) নং প্রাইভেটকারটিও ভাংচুর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় মোঃ নুরুল ইসলামকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র ব্রীজ ও বালু মহাল ইজারা বিরোধের জেরধরে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের আলহাজ্ব আঃ ছামাদ এর ছেলে মোঃ আকবর আলী (৫০), শফিকুল ইসলাম মলু (৪২), আকবর আলীর ছেলে মোঃ মাসুদ রানা (২৩) দের সাথে বিরোধ চলে আসছিল। এরই জেরধরে আকবর আলীর নেতৃত্বে অপরাপর চিহ্নিত সহযোগিসহ আরো ১১/১২ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বৃহস্পতিবার বিকেলে সাতপাকিয়া আঃ লতিফ মেমোরিয়াল স্কুল সংলগ্ন স্থানে ব্যবসায়ী নুরুল ইসলামের প্রাইভেটকারটি গতিরোধ করে হামলা চালায়। এসময় প্রথমে তার প্রাইভেটকারটি ভাংচুর ও নুরুল ইসলামকে গাড়ী থেকে নামিয়ে বেধরক পিটিয়ে গুরুতর জখম করে। এছাড়াও গাড়ীতে থাকা ব্যবসায়ী লেনদেনের ৭লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ওই সন্ত্রাসীরা। পরে আহত নুরুল ইসলামকে তার স্বজনেরা উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় আহত ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে ২৪ এপ্রিল ওই চিহ্নিতদের আসামী করে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এদিকে মামলার ১নং আসামী মোঃ আকবর আলীর সাথে মুঠোফোনে ঘটনার বিষয়ে জানতে চাইলে তার ফোন বন্ধ থাকায় পাওয়া যায়নি।
এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা এবং মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।