জনপ্রিয় অভিনেতা ইরফান খান মারা গেছেন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০ অনলাইন ডেস্ক : ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ইরফান খান (৫৪) মারা গেছেন। বুধবার (২৯ এপ্রিল) সকালে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে মারা যান। সেখানেই কোলন ইনফেকশন সমস্যা নিয়ে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। হিন্দুস্তান টাইমসের খবর। জানা গেছে, বর্তমানে হাসপাতালে ইরফান খানের সঙ্গে তার স্ত্রী সুতপা ও দুই সন্তান ছিলেন। এর আগে ২০১৮ সালে ইরফান খান নিউরোনডকট্রিন টিউমারে আক্রান্ত হন। উল্লেখ্য, গত সপ্তাহে ভারতের জয়পুরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খানের মা সাইদা বেগম। লকডাউনের কারণে মায়ের শেষবিদায়ে অংশগ্রহণ করা হয়নি তার। Related posts:আসছে নতুন ধারাবাহিক নাটক ‘আকবর দ্যা কিং’নোবেলের মাদকাসক্তির পেছনে কয়েকজন শিল্পী ও এয়ার হোস্টেজ দায়ী, দাবি সাবেক স্ত্রীরঅন্যরকম পথচলার শুরু: মুনজেরিন শহীদ Post Views: ৩২১ SHARES বিনোদন বিষয়: