বাড়ী বাড়ী পৌঁছে যাচ্ছে ইফতারী ॥ শেরপুরে সাবেক সাংসদ শ্যামলীর ব্যতিক্রমী উদ্যোগ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পবিত্র মাহে রমজানে রোজাদারদের জন্য আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক সাংসদ, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ ২৪ ডটকমের সম্পাদক-প্রকাশক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর এবার ব্যতিক্রমী উদ্যোগে বাড়ী বাড়ী পৌঁছে যাচ্ছে ইফতারী। ২৮ এপ্রিল মঙ্গলবার দু’টি পিকআপ ভ্যানের মাধ্যমে পৌর এলাকার কসবা মহল্লা ও সদর উপজেলার লছমনপুর, চরমোচাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় ৫শ প্যাকেট ইফতারী পৌঁছে দিয়েছেন আদরজান ফাউন্ডেশনের প্রতিনিধিরা। এদিকে সাবেক সাংসদ শ্যামলীর পক্ষ থেকে ইফতারী পেয়ে বেজায় খুশি লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষজন। ইফতারী বিতরণে অংশ নেন আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক, জেলা কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান লিটন, যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমু প্রমুখ। এ ব্যাপারে সাবেক সাংসদ এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী মুঠোফোনে জানান, করোনা সংকটের এ মহাদুর্যোগকালীন সময়ে এবার পবিত্র মাহে রমজানের প্রথম দিনে ওইসব কর্মহীনদের মাঝে ইফতারী বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিদিন শেষ রমজান পর্যন্ত চলবে এ কার্যক্রম এবং পর্যায়ক্রমে সদর উপজেলাসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হবে। Related posts:শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্ন হলো গোপালবাড়ী বটতলাঅবশেষে দীর্ঘ প্রতিক্ষিত রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে শেরপুরনালিতাবাড়ীতে বর্ষাবরণ ও ঋতুরঙ্গানুষ্ঠান অনুষ্ঠিত Post Views: ৩৭১ SHARES শেরপুর বিষয়: