শেরপুরে এবার প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেলো দুই শতাধিক পরিবহন শ্রমিক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মে ৭, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসক আনারকলি মাহবুবেব নির্দেশনায় এবার ২ শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে ওই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ মে বুধবার রাতে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে শ্রমিকদের হাতে ওই খাদ্য সামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম এহছানুল মামুন। উপহার সমাগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল ও ১ কেজি আলু। উপহার সামগ্রী বিতরণকালে এনডিসি মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদল, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মস্তুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Related posts:শ্রীবরদীতে ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরল বাবা আহত ৭, আটক ২শেরপুরের ১০০ দরিদ্র ডায়াবেটিস রোগীকে মানবিক সহায়তা প্রদানশেরপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু Post Views: ২২১ SHARES শেরপুর বিষয়: