৯ বছরের সংসার ভাঙল অভিনেতা অপূর্ব-অদিতির অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ অনলাইন ডেস্ক : ভেঙে গেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব-অদিতির ৯ বছরের সংসার। আজ রবিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসার ভাঙার খবর নিশ্চিত করেছেন স্ত্রী নাজিয়া হাসান অদিতি। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘স্টপ কলিং মি ভাবি এভরিওয়ান।’ তবে কী কারণে সংসার ভেঙেছে, কবে ডিভোর্স হলো তা নিয়ে কিছুই জানান নাজিয়া হাসান অদিতি। তিনি জানান, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে, এটা সত্য।’ তার ভাষ্য ছিল এমন, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে মানুষের এটা জানা দরকার। জানালাম। এর বেশি কিছুই বলতে চাই না। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকুক।’ অপূর্ব-অদিতির ৯ বছরের দাম্পত্যজীবনে আয়াশ নামে একটি পুত্র সন্তান রয়েছে। সন্তান কার কাছে জানতে চাইলেও অদিতি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আর কিছু জানাতে চাইছি না। তবে তাদের একটি ঘনিষ্ঠসূত্র থেকে জানা যায়, চলতি বছরের প্রথমদিকে নাজিয়ার সঙ্গে অপূর্বর বিচ্ছেদ হয়। উল্লেখ্য, ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। পরে ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। Related posts:ভোটের লড়াইয়ে তারকারা: নূর-ফেরদৌসের বাজিমাত, হারলেন মমতাজ-মাহিসিনেমা হল খুলতে পারে ১৬ অক্টোবরতামিল-তেলেগু অভিনেতা প্রকাশ রেড্ডি আর নেই Post Views: ২৪৭ SHARES বিনোদন বিষয়: