শেরপুরে সেই ইজিবাইক চালকের ধান কেটে দিল করোনা ইমার্জেন্সি রেসপন্স টিম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের নির্দেশনা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের পরামর্শে লকডাউনে শহরে জীবিকার তাগিদে ইজিবাইক নিয়ে এসে শাপলাচত্ত্বর ফোয়ারার পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া সেই চালক খোকন মিয়ার (২৬) ধান কেটে দিয়েছে জেলা পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত করোনা ইমার্জেন্সি রেসপন্স টিম। ১৮ মে সোমবার শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা গ্রামে মৃত খোকন মিয়ার ৪০ শতাংশ জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে মাড়াই করে তার বাড়ি পৌঁছে দেয়া হয়। স্বেচ্ছাসেবীরা রোজা রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রখর রোদে পুড়ে, দীর্ঘ পথ হেঁটে ওই কাজে অংশ নেন। এতে করোনা ইমার্জেন্সি রেসপন্স টিমের নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন সমন্বয়ক এসএম ইমতিয়াজ চৌধুরী শৈবাল, সমকাল সুহৃদ সমাবেশ শেরপুর কলেজ শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আবির, আইইডি’র যুব সদস্য এসএ আকাশ ও ধানকাটা কর্মসূচির সহ-সমন্বয়ক রেদুয়ানুল ইসলাম লিমনসহ প্রায় ৩৫ জন স্বেচ্ছাসেবী। সেইসাথে তারা খোকনের বাবা আব্দুল হাকিম, বিধবা স্ত্রী আঞ্জুয়ারা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যদের সান্তনা দেন। উল্লেখ্য, ১৫ মে শুক্রবার ইজিবাইক চালক খোকন শহরের খোয়ারপাড় শাপলা চত্ত্বর এলাকায় যাত্রী পরিবহন করতে গেলে লকডাউন থাকায় কর্তব্যরত পুলিশ ইজিবাইক নিয়ন্ত্রণ করতে অন্যান্য ইজিবাইকের মত খোকনের ইজিবাইকেরও পেছনের সিট খুলে নেয়। এক পর্যায়ে খোকনের ইজিবাইকের সিটটি শাপলা চত্ত্বর ফোয়ারার পানিতে ফেলে দিলে ওই সিট তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায় খোকন। Related posts:নালিতাবাড়ী-নকলার ভোগাই নদীর পাড় ভেঙ্গে নিম্ন অঞ্চল প্লাবিতশেরপুরের গাজীরখামার ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও সেলাই মেশিন বিতরণআইজিপি ব্যাজ পেলেন শ্রীবরদীর ওসি রুহুল আমিন ও নকলার এসআই মোস্তাফিজ Post Views: ২০৮ SHARES শেরপুর বিষয়: