গণপরিহণে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতে শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ বিস্তার রোধকল্পে ও জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শেরপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুবের নির্দেশনায় নিরলসভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ। এরই ধারাবাহিকতায় ২ জুন মঙ্গলবার গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ, বাজার তদারকি এবং সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে মোট ৪৪টি অভিযান পরিচালনা করা হয়। ওইসব অভিযান পরিচালনাকালে নির্দেশ অমান্য করে সামাজিক দূরত্ব ভঙ্গ করে সংক্রামক রোগ সৃষ্টিতে ঝুঁকি সৃষ্টি করার দায়ে দ-বিধি আইন ১৮৬০ এর আওতায় ৬টি এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর অধীনে ১টি মামলায় মোট ১৯ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়া ১ জুন সোমবার জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আকলিমা আক্তার ও মাহমুদুল হাসান মাহমুদ। ওইসময় যানবাহন চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নবীনগর ও সোনার বাংলা বাস বাস টার্মিনালের কাউন্টারে এবং যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। শর্তভঙ্গ করে বিকেল ৪টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে সাগরিকা ডিপার্টমেন্টাল স্টোরকে ১০ হাজার টাকা ও পারভেজ ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার জরিমানা করা হয়। Related posts:শেরপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করলেন পুলিশ সুপারনালিতাবাড়ীতে ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সংবাদ সন্মেলনঝিনাইগাতীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেফতার Post Views: ১৮৪ SHARES শেরপুর বিষয়: