শেরপুরে চিকিৎসক ও সাংবাদিকসহ আরও ১০ জন করোনায় আক্রান্ত ॥ মোট আক্রান্ত ৯৪ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুন ৩, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চিকিৎসক ও সাংবাদিকসহ নতুন করে আরও ১০ জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ৩ দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে ২ জুন মঙ্গলবার শেরপুর জেলার নমুনা পরীক্ষার ওই প্রতিবেদন পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৪ । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে শেরপুর সদরের ৬ জন, ঝিনাইগাতীর ৩ জন এবং শ্রীবরদী উপজেলার একজন রয়েছেন। এর মধ্যে ঝিনাইগাতী উপজেলার একজন চিকিৎসক ও একজন সাংবাদিক এবং শেরপুর সদর উপজেলার ৭ বছরের এক শিশু রয়েছে। জেলায় এই প্রথম একজন সাংবাদিক করোনাভাইরাসে সংক্রমিত হলেন। তিনি স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক। সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোবারক হোসেন ওইসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক সংস্পর্শের কারণেই ওই ব্যক্তিরা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা সবাই বাড়িতে আইসোলেশনে থাকবেন। তাদের সংস্পর্শে আসা অন্যদের নমুনা সংগ্রহ করা হবে। তিনি আরও বলেন, গত ৫ এপ্রিল জেলায় প্রথম ২ নারী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর দুই মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। এর মধ্যে শেরপুর সদরে ৫০ জন, শ্রীবরদীতে ১১ জন , ঝিনাইগাতীতে ১০ জন, নকলায় ১১ জন এবং নালিতাবাড়ী উপজেলায় ১২ জন রয়েছেন। মারা গেছেন একজন। এই সময়ে সুস্থ হয়েছেন ৫১ জন। আক্রান্তদের মধ্যে ৭ জন চিকিৎসকসহ ৩০ জন স্বাস্থ্যকর্মী ও ২৪ জন পুলিশ সদস্য রয়েছেন। সংক্রমণের বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। Related posts:শেরপুরের নকলায় কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে লম্পট পিতা গ্রেফতারসাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা পেয়ে অনেকেই উপকৃত হচ্ছেন : শেরপুরে সুভাষ চন্দ বাদলশেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হেরোইন সেবীকে কারাদণ্ড Post Views: ২৩২ SHARES শেরপুর বিষয়: