শেরপুরে সরকারি নির্দেশনা না মানায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

আছাদুজ্জামান মোরাদ ॥ করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরিস্থিতি চলাকালে সরকার লকডাউন কিছুটা শিথিল করেছে এবং সেই সাথে বিকেল ৪টা পর্যন্ত শপিংমল, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়েছে। এতে করে শেরপুরে কতিপয় ব্যবসায়ী সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় জেলা প্রশাসন ওইসব ব্যবসায়ীদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত করছে। ৭ জুন রবিবার বিকেলে শহরের নয়আনী বাজার আক্তার স্টোর, মনোহারী দোকানী নজরুল ও পৌরসভার শেখহাটি বাজারের মনোহারী দোকানী আলম মিয়াসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাতের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রবিবার বিকেলে শহরের ওইসব ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
ওইসময় সরকারি নির্দেশনা অমান্য করে বিকেল ৪টার পর দোকান খোলা রাখার দায়ে শহরের নয়আনী বাজার আক্তার স্টোরকে ১৮৬০ সালের ২৬৯ ধারায় দোষী সাবস্থ্য করে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও নয়আনী বাজার মনোহারী দোকানী নজরুলকে একই ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই দিন পৌরসভার শেখহাটি বাজারের মনোহারী দোকানী আলম মিয়াকে একই ধারায় ৮ হাজার টাকাসহ ওই ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ডর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত নজরুলকে ১০ দিন এবং অপর দুই ব্যবসায়ীকে জরিমানার অর্থ অনাদায়ে ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। পরে ওই ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ তাদের জরিমানার অর্থ ভ্রাম্যমাণ আদালতে পরিশোধ করেন।
ওইসময় অন্যান্যদের মধ্যে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের জেএম শাখার অফিস সহকারি মোঃ হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে শ্যামলী নিউজ ২৪ ডটকমকে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার সময়সীমা বেধে দেয়া হয়েছে। বার বার ব্যবসায়ীদের সর্তক করার পরেও সরকারি নির্দেশনা মানছে না। সরকারি নির্দেশনা অমান্যকারী এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।