শেরপুরে কবি সংঘের তহবিলে আর্থিক অনুদান প্রদান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ কবি সংঘ বাংলাদেশ’র তহবিলে আর্থিক সহায়তা দিয়েছে শেরপুরের নকলা অদম্য মেধাবী সংস্থা। ৭ জুন রবিবার দুপুরে শহরের বটতলা কালিরবাজারস্থ শ্যামলবাংলা২৪ডটকম অফিসে কবি সংঘ সভাপতি বিশিষ্ট কবি-সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদের হাতে ১৫ হাজার টাকার ওই অনুদান তুলে দেওয়া হয়। ওইসময় কবি সংঘের কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার ও সম্পাদকমণ্ডলীর সদস্য ডাঃ হাফিজুর রহমান লাভলু এবং অদম্য মেধাবী সংস্থার সহকারী পরিচালক আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক রুবেল সরকার উপস্থিত ছিলেন। জানা যায়, কবি সংঘ বাংলাদেশের সামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নকলা অদম্য মেধাবী সংস্থার উপদেষ্টা, আমেরিকা প্রবাসী শাহ মোঃ মাসুদ ও পরিচালক অস্ট্রেলিয়া প্রবাসী আবু শরীফ কামরুজ্জামান ওই অনুদানের অর্থ প্রদান করেন। তাদের তরফ থেকে প্রতিষ্ঠানের প্রতিনিধি-কর্মকর্তারা কবি সংঘ নেতাদের হাতে অনুদানের অর্থ তুলে দেন। Related posts:শেরপুরে নার্সদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদ ও ডিজির অপসারণের দাবিতে নার্সদের প্রতিবাদ সমাবেশশেরপুরে পরিবহন মালিক-শ্রমিকদের সাথে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালাঝিনাইগাতীতে জিংক সমৃদ্ধ ধান বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত Post Views: ৩২২ SHARES শেরপুর বিষয়: