ময়মনসিংহে ৭০০ ছাড়াল করোনা রোগী

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭১৪ জনে। ৮ জুন সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন এ.বি.এম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। যেখানে ভালুকায় ২১ জন, ময়মনসিংহ সদরে ৮ জন, ফুলপুরে ৫ জন, ত্রিশাল ও ঈশ্বরগঞ্জে ৩ জন করে, গৌরীপুর ও ফুলবাড়িয়ায় ২ জন করে এবং তারাকান্দা ও হালুয়াঘাট উপজেলায় ১ জন করে রয়েছেন। তিনি আরও জানান, জেলায় আক্রান্তদের মধ্যে ৪৬৬ জন আইসোলেশনে রয়েছেন। এদের মধ্যে ৪৩৩ জন হোম আইসোলেশনে, ৩৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন এবং ৮ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এদিকে, আক্রান্তদের মধ্যে ২৩৪ জন সুস্থ ও ৮ জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে সদরে। এখানে মোট আক্রান্ত ৩৭৯ জন। এদের মধ্যে ১৭৮ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মী। এছাড়া ভালুকায় ১০০, ঈশ্বরগঞ্জে ৩৮, ধোবাউড়ায় ও ফুলপুরে ৩৪ জন করে, গফরগাঁও উপজেলায় ৩৩ জন, ত্রিশালে ২৬ জন, নান্দাইল ও মুক্তাগাছায় ১৪ জন করে, ফুলবাড়িয়ায় ১৬ জন রয়েছে। এরই মধ্যে জেলার ১৩ উপজেলাতেই করোনার বিস্তার ঘটেছে।