প্রধানমন্ত্রীর উপহার পেলো ময়মনসিংহ সিটির ৪নং ওয়ার্ডের ৬শ হতদরিদ্র পরিবার

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

ময়মনসিংহ প্রতিনিধি ॥ করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে বেকার হয়ে পরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনে (মসিক) এর ৪নং ওয়ার্ডের হতদরিদ্র শ্রেণী পেশার খেটে খাওয়া জনগোষ্ঠীর ৬শ পরিবাররের হাতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনে (মসিক) এর মেয়র মেয়র মোঃ ইকরামুল হক টিটু । শনিবার ৬ জুন সকাল সাড়ে ১১ টায় গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেয়র মোঃ ইকরামুল হক টিটু ৪ নং ওয়ার্ড বাসীর মাঝে ওই উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্র সামগ্রী বিতরণকালে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান দুলাল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রীর মধ্যে ছিলো, ১০ কেজি চাল ও দেড় কেজি আলু দেয়া হয়। তালিকাভুক্ত পরিবারগুলির হাতে বিতরণকৃত স্লিপ ও মাস্টার রুলের বিপরীতে ওই খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
বিতরণ কাজে এলাকার স্বেচ্ছা সেবকরা নিরলস পরিশ্রম করে। মেয়র টিটু খাদ্য সামগ্রী গ্রহীতাদের সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি বার বার সাবান দিয়ে হাত ধোয়া, মাক্স পরিধান করা ও বেশি বেশি ঘরে থাকার তাকিদ দেন।
জানা গেছে করোনা মহামারীর শুরু থেকেই মেয়র ইকরামুল হক টিটু প্রতিদিনই মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে শ্রেণীপেশার নগরবাসীর মধ্যে সরকাারি ত্রাণ, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী, বিভিন্ন সংস্থা, সিটি কর্পোরেশন এবং ব্যক্তিগত উদ্যোগে করোনা দুর্গত নগরবাসীকে খাদ্যসামগ্রী, চিকিৎসাা উপকরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করে যাচ্ছেন।
এ সময় মসিক ৪ নং ওয়ার্ডের করোনা ভীত ক্ষুধাপীড়িত পুরুষ-মহিলারা পৃথক লাইনে শারীরিক দূরত্ব বজায় রেখে অত্যন্ত সুশৃংখলভাবে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী গ্রহণ করে। চলামান করোনা মহামারীতে মেয়র টিটু নিজের জীবন বাজি রেখে দিনরাত দুর্গত মানুষের পাশে রয়েছেন। করোনা দুর্গত এসব মানেেুষরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি মেয়র টিটু’র প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে শোনা যায়।