শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ৬ আগস্ট পর্যন্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৫ জুন সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সমকালকে ওই তথ্য জানান। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। গত ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস ও গণপরিবহন চালু হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধই থাকে। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো। গত ১ এপ্রিল থেকে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে তা স্থগিত করা হয়। এরই মাঝে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হলেও একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম এখনও শুরু করা যায়নি। Related posts:বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফরাসি প্রেসিডেন্টের শ্রদ্ধাকরোনায় আরও ১০২ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতে ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ Post Views: ৩৬৬ SHARES জাতীয় বিষয়: