সিলেট সিটির সাবেক মেয়র কামরানের মৃত্যুতে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২০ অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান- এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এক শোক বিবৃতিতে বলেন, স্বীয় কর্মের মাধ্যমে আওয়ামী লীগ নেতা কামরান গণমানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শোক বার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, “মেয়র হিসেবে সিলেট মহানগরীর উন্নয়নে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সিলেটের উন্নয়ন ও জনকল্যাণে তিনি অসাধারণ অবদান রেখে গেছেন। তাঁর মত এক গুণী ও অভিজ্ঞ রাজনীতিবিদের অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।” সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, বদরউদ্দিন আহমেদ কামরান ছিলেন সিলেটের সাধারণ মানুষের দুর্দিনের কাণ্ডারী। সেখানকার রাজনীতি ও উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। Related posts:চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরুআইনজীবী আবদুল বাসেত মজুমদার আর নেইজরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ায় আটক দুই শতাধিক Post Views: ৩৮৭ SHARES জাতীয় বিষয়: