জামালপুরে নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত ॥ মোট আক্রান্ত ৫১১ জন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ নতুন করে জামালপুরে আরও ৮জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমন পাওয়া গেছে। ২৪ জুন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্যবিভাগ। সিভিল সার্জন প্রণয় কান্তি দাস জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে ১২৩জনের নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে মাদারগঞ্জ ৩, ইসলামপুর ৩, মেলান্দহ ১ ও জামালপুর সদরের ১জন সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫১১জন। ৮জনের মৃত্যুর মধ্যে দেওয়ানগঞ্জে ১, মেলান্দহে ২, সরিষাবাড়ি ১ ও মাদারগঞ্জে ১জন চিকিৎসাধীন এবং ইসলামপুরে ২ ও মেলান্দহে ১জন মৃতের নমুনা সংগ্রহ করা হয়। এ পর্যন্ত জেলায় সুস্থ্য হয়েছে ২০৭জন। করোনা শনাক্ত ৫১১জনের মধ্যে সরিষাবাড়ী-৪৩, মেলান্দহ-৭৫, মাদারগঞ্জ-৩৮, বকশীগঞ্জ-৪৮, দেওয়ানগঞ্জ-৩৩, ইসলামপুর-৯৯ ও জামালপুর সদরের ১৭৫জন। Related posts:ময়মনসিংহ মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যুশেরপুরে সীমান্তে ইয়াবা ও মোটর সাইকেলসহ বিজিবির হাতে ৩ যুবক গ্রেফতারজামালপুরে সনদের দাবিতে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন Post Views: ২৪২ SHARES সারা বাংলা বিষয়: