সরিষাবাড়ীতে মাস্ক ব্যবহার না করায় ৬ জনকে অর্থদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের সরিষাবাড়ীতে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৬ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৮ জুন) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার, হাসপাতাল রোড়, শিমলাবাজার ও বাস টার্মিনালে ওই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ। দণ্ডপ্রাপ্তরা হলো- সোহেল মিয়া (৩৬), রোকন মিয়া (৩২), সোলাইমান হোসেন (৪৩), সামিউল ইসলাম (২৮), ফরহাদ হোসেন (২৮) ও আল-আমিন (৩৫)। করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী তারা মুখে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালত তাদের এক হাজার ৬০০ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ জানান, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ছয়জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। Related posts:ফুলপুরে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহতনেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যুজামালপুরে পূজা মন্ডপে সাবেক অতিরিক্ত আইজিপি’র নগদ অর্থ, শাড়ি-লুঙ্গি প্রদান Post Views: ৩৭৮ SHARES আইন-আদালত বিষয়: