ময়মনসিংহে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ ১০, বিদ্রোহী ৮, স্বতন্ত্র জয়ী ১০

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২১

দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে ফলাফলে ময়মনসিংহের ৩০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ১০, বিদ্রোহী ৮ ও স্বতন্ত্র ১০ প্রার্থী বিজয়ী হয়েছেন। ধোবাউড়া উপজেলার বাঘবেড় এবং ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ফলাফল স্থগিত রাখা হয়েছে। ১১ নভেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহের ফুলবাড়িয়ার ১৩টি, হালুয়াঘাটে ১০ ও ধোবাউড়া উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
হালুয়াঘাটঃ হালুয়াঘাট উপজেলার পাঁচ ইউনিয়নে আওয়ামী লীগ, দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও তিনটিতে প্রার্থী স্বতন্ত্র হয়ে জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছেন ভুবনকুড়া ইউনিয়নে এম সুরুজ মিয়া, জুগলী ইউনিয়নে মোহাম্মদ সামাদুল ইসলাম, গাজিরভিটা ইউনিয়নে আব্দুল মান্নান, ধারা ইউনিয়নে তোফায়েল আহমেদ বিপ্লব ও ধুরাইল ইউনিয়নে ওয়ারিছ উদ্দিন সুমন।

আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে নড়াইল ইউপিতে আনোয়ার হোসেন মানিক ও স্বদেশী ইউপিতে জিহাদ সিদ্দিকী ইরাদ জয়ী হয়েছেন।
স্বতন্ত্র হিসেবে জয়ী প্রার্থীরা হচ্ছেন- বিলডোরা ইউনিয়নে সাবজাল হোসেন খান, শাকুয়াই ইউনিয়নে ইঞ্জিনিয়ার ইউনুছ আলী খান, আমতৈল ইউনিয়নে শফিকুর রহমান শফিক বিজয়ী হয়েছেন।
ফুলবাড়িয়াঃ ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নে তাজুল ইসলাম বাবলু, রাধাকানাই ইউপিতে গোলাম কিবরিয়া শিমুল তরফদার, ভবানীপুর ইউপিতে জবান আলী সরকার ও এনায়েতপুর ইউপিতে বুলবুল হোসেন নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে নাওগাঁও ইউনিয়নে মোজাম্মেল হক, ফুলবাড়িয়া ইউনিয়নে জয়নাল আবেদীন বাদল, রাঙ্গামাটিয়া ইউনিয়নে মুক্তা চৌধুরী ও কালাদহ ইউনিয়নে নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
এদিকে, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন তারা হচ্ছেন- পুটিজানা ইউনিয়নে সাইদুর রহমান রয়েল, বালিয়ান ইউপিতে ইঞ্জিনিয়ার মিজানুর রহমান পলাশ, বাকতা ইউপিতে ফজলুল হক মাখন ও আছিম পাটুলী ইউনিয়নে ইমরুল কায়েস বিজয়ী হয়েছেন।
ধোবাউড়াঃ ধোবাউড়া উপজেলার নির্বাচিতরা হচ্ছেন ধোবাউড়া ইউনিয়নে নজরুল ইসলাম মুকুল (নৌকা), গামারীতলা ইউনিয়নে আনোয়ার হোসেন খান (আওয়ামী লীগের বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান), ঘোঁষগাও ইউনিয়নে হারুন অর রশিদ (আওয়ামী লীগের বিদ্রোহী)।
স্বতন্ত্র প্রার্থী হয়ে পোড়াকান্দুলিয়া ইউনিয়নে মঞ্জুরুল হক, গোয়াতলা ইউনিয়নে জাকিরুল ইসলাম তলুকদার টুটন ও দক্ষিণ মাইজপাড়া হুমায়ূন কবির সরকার বিজয়ী হয়েছে।