ঝিনাইগাতীতে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ইরানী বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২৯ জুন সোমবার দুপুরে উপজেলার হাতিবান্দা ইউনিয়নের মারুয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত গৃহবধু ইরানী হাতিবান্দা পিছনপাড়া গ্রামের মুক্তার আলীর স্ত্রী। ইরানী বেগম ৫ মাসের গর্ভবতী ছিল।
জানা যায়, ইরানী বেগম সোমবার দুপুর ১টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি কার্ডের চাল নিয়ে অন্যান্যদের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তেতুলতলা-কাঁঠালতলী সড়কের মারুয়াপাড়া নামক স্থানে রাস্তার ভাঙ্গা অংশে ধাক্কা খেয়ে ইজিবাইকটি উল্টে যায়। ওইসময় ইজিবাইক ও চালের বস্তার নিচে চাপা পড়ে গৃহবধূ ইরানী গুরুতর আহত হয়। পরে আহত ইরানী বেগমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।