নকলা পৌরসভায় বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতার কার্ড বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯ নকলা প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় পৌর এলাকার ২৩৭ জন উপকার ভোগীর মাঝে নতুন করে বিভিন্ন ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১৬২ জনকে বয়স্ক ভাতা, ৪১ জনকে প্রতিবন্ধী ভাতা ও ৩৪ জনের মাঝে বিধবা ভাতার কার্ড বিতরণ করা হয়। সোমবার ২ সেপ্টেম্বর দুপুরে সমাজ সেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও পৌর সভার আয়োজনে পৌর মিলনায়তনে পৌর মেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এসব ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইময় উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, মাঠ কর্মী ছাইদুর রহমান, পৌর সচিব মো. মনিরুল হাসান, হিসাব রক্ষক মো. ফেরদৌস রহমান, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন, পৌর কমিশনার ও প্যানেল মেয়র আব্দুল আওয়াল সেলিম, কমিশনার জরিপ মিয়া, মো. শফিকুল হাসান রুবেল, ছাইদুল ইসলাম, ফিরোজ মিয়া, ইয়াদ আলী ও ইন্তাজ আলীসহ পৌর সভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ২৩৭ জন উপকার ভোগী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ভাতার কার্ড প্রদানকালে মেয়র হাফিজুর রহমান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণ, বিধবা, প্রতিবন্ধী মানুষের কথা চিন্তা করে এসব ভাতা চালু করেছেন। যাতে তিনি প্রবীণদের দেশের সম্মানীত ব্যক্তি হিসেবে উল্লেখ করে তাদের প্রতি সম্মান প্রদর্শন করেন। তিনি আরো বলেন, এমন লোকদের চিকিৎসাসহ যে সকল সেবা পৌরসভা থেকে দেওয়া সম্ভব তা যথাযথ ভাবে দেওয়া হচ্ছে। এর ফলশ্রুতিতে নকলা পৌরসভা আজ দ্বিতীয় শ্রেনীর পৌরসভায় উন্নীত হয়েছে। Related posts:জামালপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব আশ্রয়ণ প্রকল্প ২০টি পরিবারভালুকায় মেঝেতে পড়ে ছিল অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ, পাশে ঝুলছিল স্বামীর লাশজামালপুর আরটিপিসিআর ল্যাব ফের চালু Post Views: ২১৭ SHARES সারা বাংলা বিষয়: