বিড়ি শিল্পের উপর ট্যাক্স কমানোর দাবিতে জামালপুরে মানববন্ধন

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ ২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের উপর থেকে ট্যাক্স কমানোর দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূিচ পালিত হয়েছে।
সোমবার সকালে শহরের দয়াময়ী চত্বরে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন জামালপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন জামালপুর জেলা শাখার সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক সবিতা দেবী।
এসময় বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে প্রতি প্যাকেট বিড়িতে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে ৪ টাকা। অপরদিকে কমদামী প্রতি প্যাকেট সিগারেটে দাম বৃদ্ধি হয়েছে মাত্র ২টাকা। এর ফলে বিড়ি ফ্যাক্টরী সংখ্যা কমে যাবে। করোনা পরিস্থিতিতে বেকার হয়ে পড়বে লক্ষ লক্ষ বিড়ি শ্রমিক। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে বিড়ি শিল্পর উপর থেকে ট্যাক্স কমানোর দাবি জানায় বিড়ি শ্রমিকরা।