শেরপুরে নালিতাবাড়ী থানার ওসিসহ আরও ১৩ জন করোনায় আক্রান্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদলসহ নতুন করে আরও ১৩ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জেলার ৫৩ জনের নমুনা পরীক্ষায় ওই ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২৮২ জন, যা মোট নমুনা পরীক্ষার ৭ ভাগ। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৪ জন, যা মোট আক্রান্তের ৮৬ ভাগ। আর ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮ জন শেরপুর সদরের, ৩ জন নালিতাবাড়ীর আর ২ জন শ্রীবরদী উপজেলার বাসিন্দা। ১৫ জুলাই বুধবার সকালে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য নিশ্চিত করেছেন।জানা যায়, নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল করোনা ভাইরাসের শুরু থেকেই সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছিলেন। উপজেলার প্রবাসী ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা, লকডাউন কার্যকর করা, জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা, করোনা আক্রান্ত পরিবারে খাদ্য সামগ্রী প্রদান, করোনা রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছিলেন তিনি। মঙ্গলবার রাতে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বুলেটিনে জানা গেছে, এ পর্যন্ত জেলায় আক্রান্ত ২৮২ জনের মধ্যে শেরপুর সদরে ১২২, নকলায় ৫০, নালিতাবাড়ীতে ৫৮, ঝিনাইগাতীতে ২৭ ও শ্রীবরদী উপজেলায় ২৫ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯ জন চিকিৎসকসহ ৫০ জন স্বাস্থ্যকর্মী ও ৩১ জন পুলিশ সদস্য আছেন। জেলায় এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৫৬ জনের। নমুনার রিপোর্ট পাওয়া গেছে ৩ হাজার ৯৫৭ জনের। আর নমুনা পরীক্ষার জন্য অপেক্ষমাণ রয়েছে ৯৯ জনের। Related posts:শ্রীবরদীর বালিজুরিতে সড়ক বন্ধের পায়তারাশেরপুরে মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় শেষ হলো জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলননকলায় ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে বিদ্যালয় ও এলাকা রক্ষার দাবিতে মানববন্ধন Post Views: ৩৪৯ SHARES শেরপুর বিষয়: