শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক বিক্রেতাকে কারাদণ্ড

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

আছাদুজ্জামান মোরাদ ॥ শেরপুর জেলা শহরের পৌরসভার চাঁপাতলী মহল্লায় ১৫ জুলাই বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা বিক্রেতা ও সেবনকারী মোঃ রনি মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত রনি মিয়া চাঁপাতলী মহল্লার আসলাম আলীর ছেলে।
জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর নির্দেশনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বুধবার সকালে শেরপুর পৌরসভার চাঁপাতলী মহল্লায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত রনি মিয়াকে ৭ পুড়িয়া গাঁজাসহ হাতেনাতে আটক করে। পরে গাঁজা রাখার দায়ে রনি মিয়াকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) এর ২১ ধারায় দোষী সাবস্থ্য করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান ও ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক এমদাদুল হক, উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই ওবায়দুল হক, মাহবুবুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি মোঃ নজরুল ইসলাম ও মোঃ হেলাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের অংশ নেন।