শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০ আছাদুজ্জামান মোরাদ ॥ মুজিববর্ষ সফল হোক এই শ্লোগানকে সামনে রেখে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর উদ্যোগে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের নিয়ে রেগুলার ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ এর আয়োজন করে। দুই মাসব্যাপী সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন ৫ জন করে ২৭ জন বেকার যুবক-যুবতীদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে সমাপণী দিনে ২০ জুলাই সোমবার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতি সম্মেলন কক্ষে প্রশিক্ষিত ওই যুবকদের মাঝে সনদ ৫ হাজার টাকা টোকেন মানি ও ২ হাজার টাকা সমূল্যে ইলেক্টশিয়ান টোল বক্স বিতরণ করা হয়। শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদ্য যোগদান কৃত জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলী হোসেনের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আকবর হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে এজিএম এমএস আশরাফ আলী, এজিএম জিএস দেলোয়ার হোসেন, এজিএম কম শফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির প্রথম শ্রেণির ঠিকাদার সাংবাদিক আমিনুল ইসলাম রাজুসহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে জেলা রোভার ও স্কাউটসের বিশেষ কাউন্সিল সভা : নতুন কমিটি গঠনশেরপুরের শ্রীবরদীতে ধর্মীয় নেতাদের সাথে ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভানালিতাবাড়ীতে পূজা মন্ডপে অনুদান দেওয়ার নামে ব্যাংক একাউন্ট লুট করলো প্রতারক চক্র Post Views: ২৫৬ SHARES শেরপুর বিষয়: