ঝিনাইগাতীতে বিভিন্ন হাট বাজারে মাস্ক বিতরণ করলেন এসিল্যান্ড জয়নাল আবেদীন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন হাট বাজারে করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচারণা চালিয়ে মাস্ক বিতরণ করলেন ঝিনাইগাতীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন। এছাড়াও সচেতন মানুষের মুখে মাস্ক না থাকার কারণে অর্থদণ্ডও করেছেন তিনি। এ প্রসঙ্গে এসিল্যান্ড জয়নাল আবেদীন শ্যামলী নিউজ ২৪ ডটকমকে বলেন, করোনা ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গ্রামের সাধারন মানুষ এ ব্যাপারে খুবই উদাসীন। তিনি ২২ জুলাই বুধবার ঝিনাইগাতী সদর বাজারসহ বিভিন্ন হাট বাজার মনিটরিংকালে দেখতে পান অনেকের মুখেই মাস্ক নেই। এসময় তিনি নিজ উদ্যোগে শতাধিক অসহায় মানুষদের হাতে মাস্ক তুলে দেন। সেই সাথে তিনি সাধারণ মানুষের মধ্যে বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হওয়া ও স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন। Related posts:সরিষাবাড়ীতে রহস্যজনক শিশুর মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধারএকুশের চেতনা হোক স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে লড়াইয়ের প্রেরণা : কাদেরঝিনাইগাতীতে ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Post Views: ২৬৩ SHARES Uncategorized বিষয়: