ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা হয়েছে। ১১ জুলাই বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকসহ অন্যান্য শিক্ষক ও জনপ্রতিনিধিগণ। ফাইনাল খেলায় ঘাগড়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম চেঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। এতে চেঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ২-০ গোলে ঘাগড়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে পরাজিত করে। অপরদিকে রাংটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ১-০ গোলে হাসলিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে পরাজিত করে। পরে বিজয়ী ও বিজিতাদের মাঝে ট্রফি ও মেডেল পুরস্কার প্রদান করেন অতিথিগণ। Related posts:নালিতাবাড়ীতে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় ইউপি সদস্য নিহত, আহত ২নিরাপদ ফসল উৎপাদনে নকলায় মাঠ দিবস অনুষ্ঠিতশেরপুরের নকলায় সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামী গ্রেফতার Post Views: ১৩১ SHARES Uncategorized বিষয়: