জামালপুরে বজ্রপাতে গরুসহ মহিলার মৃত্যু

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুটামনিতে বজ্রপাতে রিমা পারভীন অন্তরা (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু ওই এলাকার মৃত আব্দুর রহমানের মেয়ে।
২৭ জুলাই সোমবার সকাল থেকেই জামালপুরে মষুলধারে বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় সকাল সোয়া নয়টার দিকে অন্তরা গরু গোয়ালে উঠানোর জন্য কাছে গেলে তার উপর বজ্রপাত ঘটে। এতে অন্তরাসহ গরুটি মারা যায়। দরিদ্র অন্তরা গরুটি ব্র্যাক থেকে পেয়েছিলো। বজ্রপাতে অন্তরার ঘাডের পেছনের অংশের মাংস পুড়ে গেছে। কয়েক বছর আগে সদর উপজেলার শাহবাজপুরের মোখলেছুর রহমান নামের এক ব্যক্তির সাথে তার বিয়ে হয়। অন্তরার স্বামী কুমিল্লাতে এসএস এনজিওতে চাকরি করেন। তাদের ঘরে মাইশা নামের চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
অন্তর ভাই কুটামনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদ মোশারফ মিলন জানান, অন্তরা তার স্বামীর সাথে কুমিল্লাতে থাকতো। দেশে করোনা ভাইরাসের প্রভাবের ফলে তার স্বামীসহ জামালপুরে চলে আসে। পরে তার স্বামী কর্মস্থলে ফিরে গেলেও সে যায়নি।
তিনি আরো জানান, বজ্রপাতে প্রানহানির খবর শুনে তার স্বামী কুমিল্লাহ থেকে রওনা দিয়েছে। ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসনকে বিষয়টি অবহতি করা হয়েছে। বাদ আছর তার লাশ দাফন করা হবে।