রাজাবাবুর ওজন ৩৮ মণ

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের রাজাপুর গ্রামের রাজাবাবুকে দেখতে প্রতিদিন ভীড় করছে শ শ মানুষ। জেলার সবচেয়ে বড় কোরবাণীর গরু দাবি করছেন গরুর মালিক লুৎফর রহমান। ১১ ফুট লম্বা ৬ ফুট উচ্চতার ১৫শ কেজি ৩৮ মণ ওজনের ষাঁড়গরুটি এবারের কোরবানীর ঈদে বিক্রির জন্য গরুর মালিক দাম হাঁকছেন ২৫ লাখ টাকা।
সরেজমিনে দেখা যায়, রাজাপুর গ্রামে বিশাল একটি বিলের পাশে লুৎফর রহমানের বাড়ি। বিলের পাড়ে একটি ছোট্ট ঘর। সেখানেই মোটা রশিতে রাজাবাবুকে বেঁধে রাখা হয়েছে। গরুর ওপরে চলছে একটি ফ্যান। রাজাবাবু ঘরে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করে বলে জানান তার মালিক। তাকে দেখতে বিভিন্ন গ্রাম থেকে মানুষ ভীড় করেছে।
রাজাপুর গ্রামের রুহুল আমিন জানান, এবার কোরবানীর ঈদে গরুটি বিক্রি করা হবে। এ খবরে ক্রেতাসহ দর্শনাথীরা ভীড় করছেন। রাজাবাবুর মালিক রাজাপুর গ্রামের লুৎফর রহমান একজন সরকারি কর্মচারী। তিনি চাকরির পাশাপাশি তার বাড়িতে গড়ে তুলেছেন ছোট একটি গরুর খামার। অবসর সময়ে তিনি গরু খামারের পরিচর্যার কাজ করে থাকেন। লুৎফর রহমানের একটি গাভীর গর্ভে জন্ম নেয়া রাজাবাবুর বয়স এখন সাড়ে ৩ বছর। ষাঁড়গরুটি দেশীয় খাবার দিয়ে লালনপালন করা হয়েছে। এছাড়া রোগ প্রতিরোধে নিয়মিত ডাক্তারী পরীক্ষাও করা হয়েছে। গরুটি লালন পালনে দুই কর্মচারী রেখে রাত দিন পরিশ্রম করে রাজাবাবুকে বিক্রির জন্য তৈরি করা হয়েছে।
খামার মালিক লুৎফর রহমান জানিয়েছেন, রাজাবাবুর পিছনে এ পর্যন্ত তার খরচ হয়েছে ১২ থেকে ১৩ লাখ টাকা। তার ইচ্ছে এবারের কোরবানীর ঈদে গরুটি বিক্রি হবে। জেলার সবচেয়ে বড় গরু এটি।
তিনি আরোন জানান, গাভি থেকে রাজাবাবুর জন্ম। এটির বয়স সাড়ে তিন বছর। ওই গাভির ২০ কেজি দুধ হতো। রাজাবাবুর জন্য দুধ বিক্রি করতেন না। দেশীয় পদ্ধতিতে গরুটি হৃষ্টপুষ্ট করার প্রক্রিয়া শুরু করেন। প্রয়োজন মতো খাবার ও পরিচর্যা করেন। ভালোবেসে গ্রামের নামের সঙ্গে মিলিয়ে নাম দেন ‘রাজাবাবু’। দিনে দিনে ওজন বেড়ে গরুটি ৩৮ মণে এসে দাঁড়িয়েছে।
শুধু রাজাবাবুই নয়, তার খামারে আরো ১৫টি ছোট-বড় ষাঁড় রয়েছে। গরুটি ফিজিয়ান জাতের। এর খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, খড়, গম, ধানের গুঁড়া, ভুসি, ভুট্টা ও খুদের ভাত। সব মিলিয়ে গরুটি প্রতিদিন প্রায় ৩০ কেজি খাবার খায়।’ অফিস শেষ করেই রাজাবাবুর কাছে চলে আসেন। এছাড়াও পরিবারের একজন সদস্যের মতো করে গরুটি পালন করেছেন।
এদিকে রাজাবাবুকে দেখতে ক্রেতার পাশাপাশি উৎসুক দর্শনাথীরাও ভীড় করছেন রাজাপুর গ্রামে। অনেকেই আবার রাজাবাবুর সাথে সেলফি তুলছেন।
রাজাবাবুকে দেখতে এসেছেন আমিনুল ইসলাম নামের এক যুবক। তিনি গরুটির ছবি তুলে নিলেন। তিনি বলেন, ‘গরুটি দেখতে অনেক সুন্দর। অনেক বড় গরু। এত বড় গরু এ জেলায় মনে হয় আর নেই। গরুর নাম রাজাবাবু শুনেই তিনি দেখতে আসছেন।’