রাজধানীতে ট্রাকের চাপায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৫ রাজধানীর বনানী এলাকায় রেডিমিক্স ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। রোববার (২৫ মে) সকাল ১০ টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাসেল সরোয়ার। তিনি বলেন, কাকলী এলাকায় রেডিমিক্স ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছে। তাদের পরিচয় জানা যায়নি,জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার প্রায় আধা ঘণ্টা পরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এসে মরদেহ দুটি উদ্ধার করেছে। সেগুলো হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। এদিকে সড়ক দুর্ঘটনার কারণে বনানী, বিমানবন্দর ও উত্তরা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। Related posts:নেত্রকোনায় জঙ্গল থেকে নবজাতক শিশু উদ্ধারজামালপুরে গাঁজা গাছসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তারজামালপুরে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা ॥ পানিবন্দি ৭০ হাজার মানুষ Post Views: ৭৮ SHARES সারা বাংলা বিষয়: