চুরির অপবাদ দিয়ে ফাঁসানো মামলায় অবশেষে জামিন পেলেন নালিতাবাড়ীর সেই স্কুল ছাত্র অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্কুলছাত্র আলমাছ মিয়া (১৭) কে পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রামের বাসিন্দা আঃ বাতেন পূর্ব শত্রুতার জের ধরে আলমাছকে নির্মমভাবে মারধর করেন। পাশাপাশি চুরির অপবাদ দিয়ে মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে কারাগার প্রেরণ করেন। অবশেষে ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা শিশু আদালতের বিচারক মোঃ আখতারুজ্জামান ভার্চুয়াল আদালতে উভয় পক্ষের শুনানী শেষে আলমাছের জামিন মঞ্জুর করেন। নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু স্কুলছাত্রের জামিনের সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য, এলাকাবাসী ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী সমশ্চূড়া গ্রামের কৃষক আইয়ুব আলীর পুত্র ও স্থানীয় সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আলমাছ গত ২২ জুলাই বুধবার সকালে নিজের চাষ করা সবজি নিয়ে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম চৌরাস্তা বাজারে সবজি পাইকারী বিক্রি করতে আসে। সবজি বিক্রি শেষে পুর্ব শত্রুতার জের ধরে হলদীগ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল বাতেন ও তার লোকজন আলমাছকে আটক করে চুরির অপবাদ দিয়ে মারপিট করে তাকে থানা পুলিশের হাতে তুলে দেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। সেই সাথে ফুসে উঠে এলাকাবাসী। এ ঘটনায় এলাকাবাসী ২৫ জুলাই নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া বাজারে বাতেনের বিচার ও শাস্তি দাবী করে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। Related posts:শেরপুরে এলজিএসপি-৩ প্রকল্পের অগ্রগতি ও অর্জন বিষয়ে অবহিতকরণ কর্মশালাশেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিতশেরপুরে ২ হাসপাতাল ও ৬ ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ ঘোষণা Post Views: ২৮৬ SHARES শেরপুর বিষয়: