নালিতাবাড়ীতে শিশুর শ্লীলতাহানী চেষ্টার অভিযোগে মামলা দায়ের

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

নালিতাবাড়ি (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে এক কন্যা শিশুর শ্লীলতাহানীর চেষ্টা করার অভিযোগে কাজিমদ্দিন (৪০) নামে এক অটোরিকসা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শিশুটির পিতা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শেকেরকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, একই গ্রামের অটোরিকসা চালক কাজিমদ্দিন রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে থাকা অবস্থায় দেলোয়ার হোসেনের ৬ বছর বয়সী কন্যা শিশুকে ডেকে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শিশুর শরীরের স্পর্শকাতর অঙ্গে কামড় দেয়। এতে শিশুটি চিৎকার করলে অন্য শিশুরা তখন দৌড়ে চলে যায়। এসময় কাজিমদ্দিন কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করে শিশুটির পিতা বাদী হয়ে রবিবার রাতেই নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি খুব দ্রুতই আসামীকে গ্রেফতার করতে পারবো।