শেরপুরে পুলিশ সদস্যদের ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধন

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

শেরপুরে কনস্টেবল/নায়েক, এএসআই ও এসআই পদমর্যাদার পুলিশ সদস্যদের ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধন করা হয়েছে। ১৪ মে বুধবার সকালে শহরের অষ্টমীতলাস্থ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত ২ দিন মেয়াদী ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপার ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. আমিনুল ইসলাম।

ওইসময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘দক্ষতা উন্নয়নের মাধ্যমে আপনারা কর্মজীবনে আরও বেশি সাফল্য অর্জন করতে পারবেন। এই প্রশিক্ষণ আপনাদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণার্থীদের আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণ ও অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগের আহ্বান জানান।
ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মো. আরজু মিয়া পিপিএম-বার, পুলিশ লাইন্সের আরআই মো. ইসরাফিল হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।