বিডি ক্লিন শেরপুরের উদ্যোগে এবার পরিচ্ছন্ন হলো গোপালবাড়ী ট্রাক টার্মিনাল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন শেরপুর টিমের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার বিকেলে শহরের গোপালপাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় ওই অভিযান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মক্রম উদ্বোধন করেন শেরপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা। ওইসময় তিনি বিডি ক্লিন শেরপুরের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ট্রাক টার্মিনালে শ্রমিক অফিস কতৃক ডাস্টবিন বসানোর ঘোষণা দেন। পাশাপাশি স্থানীয় দোকানদের দোকানের পাশে ময়লার ঝুড়ি রাখার পরামর্শ দেন। এসময় তিনি আরও বলেন, আগামীতে পৌরবাসীর সেবা করার সুযোগ পেলে নিজেকে পৌরবাসীর সেবক হিসেবে নিয়জিত রাখবো। ওইসময় তিনি বিডি ক্লিন শেরপুরকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিডিক্লিন সদস্যসহ অন্যান্যদের পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান বিডি ক্লিন শেরপুরের উপদেষ্টা পরিষদ সদস্য, সাংবাদিক প্রভাষক মহিউদ্দিন সোহেল। অনুষ্ঠানে বিডিক্লিন সদস্যসহ অন্যান্যদের পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান বিডি ক্লিন শেরপুরের উপদেষ্টা পরিষদের সদস্য সাংবাদিক মহিউদ্দিন সোহেল। বিডিক্লিন শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজু’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শামীম হোসেন, বিডি ক্লিন শেরপুরের উপদেষ্টা মন্ডলীর সদস্য জয়নাল আবেদীন হাজারী, শ্যামলী নিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক, যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমু, বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দবস্তকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ ফখরুল হাসান, শহর কৃষক লীগের সভাপতি মোঃ রুকনুজ্জামান রঞ্জু, জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আঃ হামিদ প্রমুখ। ওইসময় বিভিন্ন ইউনিটের সহকারী প্রধানগণ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে অতিথিসহ সংগঠনটির অর্ধশতাধিক নারী-পুরুষ সদস্য হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পড়ে বাস টার্মিনাল এলাকার চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজেদের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন। Related posts:সাম্প্রদায়িক দাঙ্গার পাঁয়তারার প্রতিবাদে শেরপুরে জাসদের মানববন্ধনঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিদের দায়িত্ব কর্তব্য, পরিচালনা ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণঅনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইগাতী মহিলা ডিগ্রি কলেজের সেই অধ্যক্ষ সাময়িক বরখাস্ত Post Views: ৪৫১ SHARES বিশেষ সংবাদ বিষয়: