ঝিনাইগাতীতে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের দীঘীরপাড় গ্রামের দীঘিরপাড় ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী হাসনা খাতুন (১৩) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। ৯ আগস্ট রবিবার সকালে ওই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, হাসনা খাতুন পূর্ব থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। আজ সকালে তাদের নিজ বাড়ীর পিছনে নানার পুকুরে হাত মুখ ধৌত করতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে হাসনা খাতুনের পরিবারের লোকজন দ্রুত ঝিনাইগাতী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসনাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি আবু বকর ছিদ্দিক বলেন, গ্রামবাসীর বক্তব্যে জানা গেছে হাসনা খাতুন মৃগী রোগী ছিল। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। Related posts:শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন শাহ শিবলী সাদিকআদরজান ফাউন্ডেশনের উদ্যোগে দিঘারপাড়ের দুইশতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণবনাঞ্চলের পতিত জমিতে বাহারি গোলাপ সুঘ্রাণ ছড়াচ্ছে চারদিকে Post Views: ৪২১ SHARES নারী ও শিশু বিষয়: