দেওয়ানগঞ্জে ১শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ১০০ পিস ইয়াবা টেবলেটসহ মো. সাজেদুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার (১৫ আগস্ট) বিকেলে র‌্যাব-১৪ (সিপিসি ১) উপজেলার সানন্দাবাড়ী টু কাউনিয়ার চরগামী পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করে।
রোববার (১৬ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ (সিপিসি ১)-এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক (সহকারী পুলিশ সুপার) এম এম সবুজ রানা বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত সাজেদুল ইসলাম কুড়িগ্রাম জেলার রৌমারী থানার উত্তর আলগার চর গ্রামের সাদেক হোসেনের ছেলে।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এম এম সবুজ রানা ও স্কোয়াড কমান্ডার (সহকারী পরিচালক) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা গোপন সংবাদে দেওয়ানগঞ্জের চরপাড়া নতুন বাজার সংলগ্ন মাইনুল স্টোর নামক দোকানের সামনে সানন্দাবাড়ী টু কাউনিয়ার চরগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় অ্যাম্ফিটামিনযুক্ত নিষিদ্ধ ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী সাজেদুলকে আটক করা হয়।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর টেবিল এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং ০৯, তারিখ ১৬/০৮/২০২০ ইং। আটককৃত আসামীকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও র‌্যাবের ক্যাম্প অধিনায়ক জানান।