ঝিনাইগাতীতে বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের উন্মুক্ত বাছাই অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগীদের উন্মুক্ত বাছাই কার্যক্রম স্বচ্ছতার সাথে অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বাছাই কার্যক্রমে উপিস্থত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম তোতাসহ ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট ইউনিয়নের বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধীরা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উল্লেখ্য, ওই ইউনিয়নে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগীদের বাছাই করে ১৫০ জনকে তালিকাভুক্ত করা হয়। Related posts:বন্যা–পরবর্তী পুনর্বাসনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি: শেরপুরে টুকুশেরপুর মুক্ত দিবস উপলক্ষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলিঝিনাইগাতীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত Post Views: ২৬০ SHARES ঝিনাইগাতী বিষয়: