হাওড় দেখতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০ শ্যামলীনিউজ ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে পিকআপ-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নিহতরা হলেন- ফাহাদ আলম (৩২) ও তার ছেলে তুরান আলম (৫)। তাদের বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায়। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার ডাংরী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান মো. জীবন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মাইক্রোবাসে করে শেরপুর থেকে ১৪ জন কিশোরগঞ্জের নিকলী হাওরে ভ্রমণে যাচ্ছিলেন। পথে নান্দাইলের ডাংরী এলাকায় ময়মনসিংহগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু তুরানের মৃত্যু হয়। গুরুতর ফাহাদ আলমকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় আহত ৭ জনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকি ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। Related posts:১৭ বছরেও শেষ হয়নি সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার বিচাররাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতজিয়াউর রহমান পাকিস্থানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল- মির্জা আজম এমপি Post Views: ২৬২ SHARES সারা বাংলা বিষয়: