ঢিলেঢালাভাবেই চলছে লকডাউনের দ্বিতীয় দিন, শেরপুরে ৪ জনকে জরিমানা

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিনেও শেরপুরে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। ৬ এপ্রিল মঙ্গলবার সকালে বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দোকানপাট খোলাসহ লোকজনের আনাগোনাও বেড়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে অভিযানে বের হলে দোকানপাট কিছুটা বন্ধ হলেও একটু পর আবারও কিছু কিছু দোকানপাট চালু করছেন ব্যবসায়ীরা।

দূরপাল্লার কোন বাস চলাচল দেখা না গেলেও শহরে অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল অবাধে চলাচল করতে দেখা গেছে। এছাড়া নিমার্ণকাজ চালু থাকায় শহরের বিভিন্ন স্থানে শ্রমিকদের আনাগোনা দেখা গেছে। ফার্মেসী ও রেস্তোরাসহ জরুরী সেবাসমূহের দোকানপাট খোলা ছিল। সরকারি-বেসরকারি অফিস সীমিত পরিসরে খোলা রয়েছে। শেরপুরের নকলায় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ২ দোকানদারকে ও মাস্ক না পরায় ২ ব্যক্তিকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। এসময় সহকারি কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মোহাম্মদ মুশফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।